দুর্নীতি মামলায় সিডিএ’র ৩ প্রকৌশলী আটক

চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) এর ৩ প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালীস্থ সিডিএ ভবন থেকে তাদের আটকব করা হয় দুদক।

আটককৃতরা হলো, সিডিএ’র সহকারি প্রকৌশলী সৈয়দ গোলাম সরওয়ার, হামিদুল হক ও উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের সহকারী এডি নুরুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি মামলায় সিডিএ’র ৩ প্রকৌশলীকে করা হয়েছে।

দুদকের পরিদর্শক (প্রসিকিউশন) এমরান হোসেন বলেন, সিডিএর উদ্যোগে নগরীর অক্সিজেন এলাকা থেকে কাপ্তাই সড়কের মাথা পর্যন্ত কালভার্ট নির্মাণে চার লাখ ৯৮ হাজার ২০১ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলাতেই ৩ প্রকৌ্শলীকে আটক করা হয়েছে।

তিনি জানান, বিভিন্ন প্রকল্প দুর্নীতির অভিযোগে ওয়ান ইলেভেনের সময় ৩০টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ১৫টি বিচারাধীন আছে। ১৫টি তদন্তধীন আছে। তদন্তাধীন মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তিন প্রকৌশলীকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন