ডুয়েট খুলছে ১৭ ডিসেম্বর

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর একাডেমিক কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ৮টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে।

এ ছাড়া আগামী ২৭ ডিসেম্বর থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং/বিআর্ক প্রোগ্রামের সকল বর্ষের শিক্ষার্থীদের চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে।

রবিবার (১০ ডিসেম্বর) ডুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ, ডুয়েটের পরীক্ষা পেছানোর দাবিতে গত ৩১ অক্টোবর রাতে ক্যাম্পাসে অফিস ও শিক্ষকদের আবাসিক এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। এছাড়া ওই ঘটনায় সাত সদস্যের এক কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি রিপোর্ট পেশ করলে গত বুধবার ডুয়েটের বোর্ড অফ ডিসিপ্লিনের সভায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম ও হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং জরিমানা করা হয়।

শেয়ার করুন