গাজীপুরে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকান্ড

গাজীপুরে বাস, প্রাইভেটকার ও কভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সিটি কর্পোরেশনের মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, সিটি কর্পোরেশনের মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকারটিকে পেছন থেকে সুতাবোঝাই কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে হঠাৎ করে কারটিতে আগুন ধরে যায়। এসময় সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রাইভেটকারের সংঘর্ষ হলে আগুন ওই বাস এবং কাভার্ডভ্যানে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি তিনটি সরিয়ে দেয়। এ দুর্ঘটনার ফলে ওই সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান বলেন, প্রাইভেট কারটি সামনে থাকা কভার্ডভ্যানের নিচে ঢুকে দুড়ড়ে-মুচড়ে যায়। এ সময় কারে আগুন ধরে গেলে তা বাকি দুই বাহনেও ছড়িয়ে পড়ে।

আগুনে প্রাইভেটকারের সম্পূর্ণ, বাসের আংশিক ও কভার্ডভ্যানে থাকা সুতা পুড়ে গেছে।