ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ

ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঋণ বিতরণের দায়ে ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এ খবর নিশ্চিত করে জানান, কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক শামীমকে অপসারণের চিঠি পাঠিয়েছে।

তিনি আরো জানান, তিনি তিন বছর অন্য কোনো ব্যাংক বা এই জাতীয় প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ আছে। তবে এ বিষয়ে সংক্ষুব্ধ হয়ে তার (শামীম) আপিল করার সুযোগ আছে।

উল্লেখ্য, সম্প্রতি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবর রহমানকেও অপসারণ করে বাংলাদেশ। তবে আদালতে রিট আবেদন করে স্বপদে বহাল হোন তিনি। যদিও পরিচালনা বোর্ড পরে তাকে ছুটিতে পাঠিয়েছে।

শেয়ার করুন