মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

মেক্সিকোর দক্ষিণপশ্চিম উপকূলে দুটি গাড়ি ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর আগুন লেগে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে জনপ্রিয় পর্যটন এলাকা আকাপুলকোর কাছে এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয় বলে শনিবার মেক্সিকোর ন্যাশনাল সিভিল প্রটেকশন এজেন্সির বরাতে জানিয়েছে রয়টার্স।

হতাহতদের মধ্যে বিদেশি কোনো নাগরিক আছে কিনা তা জানাতে পারেনি সিভিল প্রটেকশন কমিউনিকেশন সেন্টার।

গেরেরা রাজ্যের সৈকত শহর জিহুয়াতানেহো ও আকাপুলকোর মাঝামাঝি একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে এক ও চার বছর বয়সী দুটি শিশু আছে, বাকিদের বয়স ২৬ থেকে ৭৬ এর মধ্যে বলে গেরেরার সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে।

সমুদ্রসৈকতে ছুটি কাটাতে আসা পর্যটকদের ভিড়ে বছরের শেষ দিকে মেক্সিকোর উপকূলবর্তী মহাসড়কগুলো অন্য সময়ের তুলনায় বেশি ব্যস্ত থাকে।

গত সপ্তাহেও কুইনতানা রো রাজ্যের ইউকাতান উপদ্বীপের একটি মহাসড়কে পর্যটকবোঝাই একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা এবং সুইডেনের নাগরিক ছিল বলে রয়টার্স জানিয়েছে।

শেয়ার করুন