চট্টগ্রাম : ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে নগরীর কর্ণেলহাট এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ড্রেনের পাশে ডাস্টবিন থেকে উদ্ধার সদ্যোজাত নবজাতক একুশকে নতুন জীবন দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা ওসি আলমগীর মাহমুদ পাচ্ছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক। এ পদকে মনোনীত হয়েছেন ওসি। ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহ উপলক্ষে প্যারেডে ওসি আলমগীর মাহমুদকে পিপিএম ব্যাচ পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্যতিক্রমী কাজের জন্য পিপিএম পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি আলমগীর মাহমুদ বলেন, চোর-ডাকাত ধরা, মামলা তদন্ত এগুলো তো পুলিশের নিয়মিত কাজ। কিন্তু এর বাইরেও মানবিকতার ডাকে সাড়া দেওয়া, মানুষের সেবায় এগিয়ে যাওয়া পুলিশের কর্তব্য।
‘কোন ধরনের প্রচার কিংবা পুরস্কারের জন্য নয়, দায়িত্ববোধ থেকেই আমি নবজাতকটির জীবন বাঁচাতে এগিয়ে গিয়েছিলাম। তবুও রাষ্ট্রীয় এই স্বীকৃতিতে পুলিশের ভাবমূর্তি বাড়বে। পুলিশ সদস্যরা সেবাধর্মী কাজে উৎসাহ পাবে। ’ বলেন আলমগীর মাহমুদ
রাঙ্গুনিয়া উপজেলার সন্তান আলমগীর মাহমুদ চট্টগ্রাম কলেজ থেকে স্নাতকোত্তরের পর ১৯৯৯ সালে পুলিশের উপ-পরিদর্শক হিসেবে যোগ দেন। এবারই প্রথম পিপিএম পাচ্ছেন ওসি আলমগীর মাহমুদ।