গুলিতে ইউপিডিএফ নেতা নিহত খাগড়াছড়িতে

মিঠুন চাকমা, ফাইল ছবি

খাগড়াছড়ি : প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা নিহত হয়েছেন। তার নাম মিঠুন চাকমা। তিনি প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফের অন্যতম সংগঠক ছিলেন। মিঠুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র।

বুধবার (২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার সুইসগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডেরজন্য প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে দায়ী করা হচ্ছে। এ ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা বলেন, ‘নব্য মুখোশ বাহিনীর (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্যরা মিঠুনকে অপহরণের পর হত্যা করে পালিয়ে যায়।’