শনিবার লালদীঘি ময়দানে যৌতুক বিরোধী মহাসমাবেশ

চট্টগ্রাম : পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরীর আহবানে ১০ম বারের মতো শনিবার (৬ জানুয়ারি) বেলা ২টায় চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘী ময়দানে আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশ এর উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ ও বাদে মাগরিব হতে ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম। প্রধান অতিথি থাকবেন ভুমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধূরী জাবেদ। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি আলহাজ¦ মাহবুবুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র চৌধূরী হাসান মাহমুদ হাসনী। চট্টগ্রাম প্রেসক্লাব সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান। প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এমএ মতিন উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. জাফর উল্লাহ তালুকদার, ড. এনামুল হক মোজাদ্দেদী, বিশিষ্ট কলামিষ্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, যুবনেতা সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহসহ বর্ষিয়ান রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

বাদে মাগরিব তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী, উদ্বোধক হিসেবে বাহির সিগন্যাল দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা বদরুদ্দোজা বারী এবং তাফসীর পেশ করবেন ভারতের আল্লামা নাবিল আখতার মোজাদ্দেদী, আল্লামা মুইন উদ্দীন আশরাফী, ড. সৈয়দ এরশাদ আহমদ আলবোখারী, অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ, আল্লামা ইউনুচ আলকাদেরী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভীসহ বিজ্ঞ ওলামায়েকেরাম। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী যৌতুক বিরোধী মহাসমাবেশ ও বাদে মাগরিব হতে ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল সফল করার জন্য এবং যৌতুকের মত সামাজিক ব্যাধি পরিহারের মানসিকতা তৈরি ও গণসচেতনতা সৃষ্টির এ মহা আয়োজনে দেশবাসীকে উপস্থিত হয়ে সহযোগিতা করার বিনীত অনুরোধ জানান।

শেয়ার করুন