দীঘিনালায় নবনিযুক্ত সেনা সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত

শংকর চৌধুরী : “সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র দেশের তরে” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির দীঘিনালা সেনা ট্রেনিং সেন্টারে সেনাবাহিনীর নতুন সদস্যদের কুচকাওয়াজ ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ২০৩ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার প্রশিক্ষিত নবীন সেনা সদস্যদের উদ্দ্যেশ্যে বলেন, দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হবার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আত্মবিশ্বাস, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনা সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার।

এসময় ৯’শ ৪৯ জন নব নিযুক্ত তরুণ সেনা সদস্যকে বাংলাদেশ সেনাবাহিনীতে স্বাগত জানান তিনি।

অনুষ্ঠানে ২০৩ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জগলুল আহমেদ চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ লে: কর্ণেল তাজুলসহ সেনা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ পরিচালনা করেন মেজর আব্দুল্লাহ আল মামুন।

উল্লে­খ্য, দীঘিনালা মাইনী সেনা ট্রেনিং সেন্টারে এটি তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ।