চবি’র প্রাক্তন ছাত্র হিরন্ময় ভট্টাচার্য’র স্মরণে শোক সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ‘র প্রাক্তন ছাত্র হিরন্ময় ভট্টাচার্য’র স্মরণে শোক সভায় বক্তব্য রাখছেন জাহেদুর রহমান চৌধুরী। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ‘র প্রাক্তন ছাত্র হিরন্ময় ভট্টাচার্য মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাঁর প্রয়াণে শনিবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে শোক সভা চ.বি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ‘র ডাইরেক্টর জাহেদুর রহমান চৌধুরী‘র সভাপতিত্বে ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ‘র মাস্টার্স ছাত্র মো: শহীদুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শোক সভায় আলোচনায় অংশগ্রহণ করেন চ.বি’র ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ‘র প্রাক্তন প্রফেসর ড. ননী গোপাল দাশ, চট্টগ্রাম মৎস অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক ড. ম. কবির আহমদ, হিরন্ময় ভট্টাচার্য‘র বড় ভাই বীর মুক্তিযোদ্ধা কিরণময় ভট্টাচার্য, চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান নোমান আহমেদ সিদ্দিকী, চট্টগ্রাম বিদ্যালয় আই ই আর টি এর এসোসিয়েট প্রফেসর শিবপ্রসাদ ভট্টচার্য, প্রথম আলো সিনিয়র সাব এডিটর আহমেদ মুনীর চৌধুরী প্রমুখ।

বক্তারা হিরন্ময় ভট্টাচার্যে’র অকাল প্রয়াণের সুবিচার ও ক্ষতিপূরণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর সকাল সোয়া ৯টায় ঢাকা শহরের এয়ারপোর্ট রোডে দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন