ঢাবি’র সিনেট নির্বাচন সম্পন্ন

ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

গণতান্ত্রিক ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী পরিষদের প্রত্যেক প্যানেলের ২৫জন প্রার্থীদের মধ্যে প্রতিদন্ধীতা হয়েছে। আগামী ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য চুড়ান্ত নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হবে।

ঢাবি’র ডেপুটি ডাইরেক্টর শিশির জানান, ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ কেন্দ্রে মোট ভোটার ৭৪০,সংগ্রহ ২৮৯, বুথ সংখ্যা ১২। ঢাবি’র ডেপুটি রেজিস্ট্রার রমিজ উদ্দিন প্রিজাইডিং অফিসার, ৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২জন পোলিং অফিসার ভোট গ্রহণ সম্পন্ন করে। ভোট গ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি মনে করেন।