চট্টগ্রামে আসছেন আল আকসা মসজিদের খতিব

চট্টগ্রাম : আগামী ২৮ ‍জানুয়ারি চট্টগ্রাম আসছেন মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদের গ্রান্ড খতিব শেখ ড. ইক্বরমা সাইদ আবদুল্লাহ সবরী।

ওই দিন বিকেলে আর্ন্তজাতিক কুরআন তিলওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নেবেন তিনি।

এ মাহফিলের পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যমিলি। এতে মিশরের ড. আহমাদ আহমাদ নাইনা ও পীর শাইখ মুহম্মদ আল মুরিজি, ইরানের বিখ্যাত কারি সাইয়াদ জাওয়াদ হুসাইনি, সিরিয়ার শাইখ মুতাসিম বিল্লাহ আল আসালি, আলজেরিয়ার শাইখ রিয়াদ আল যাজায়েজি, বাংলাদেশের প্রখ্যাত কারি আহমাদ ইউসুফ আজহারি ও ভারতের কারি তাইয়্যিাব জামালসহ বিশ্বের সেরা কারিরা কোরআন তেলাওয়াত শুনাবেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) জুমার পর জমিয়তুল ফালাহ মসজিদে প্রস্তুতি সভায় আনজুমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহম্মদ মহসিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহম্মদ আলাউদ্দিন, মুসল্লি কমিটির চেয়ারম্যান সাবেক কমিশনার মো. বদিউল আলম।

শাহাদাতে কারবালা মাহফিলের জয়েন্ট সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দ আবদুল লতিফ, খোরশেদুর রহমান, মাওলানা জাফর উল্লাহ, জাফর আহম্মদ সওদাগর, মোহাম্মদ দিলশাদ আহম্মদ, মাওলানা সালামত উল্লাহ, মমতাজ উদ্দিন, মনসুর শিকদার, মাহাবুব আলম, মোহম্মদ শফি ও খোরশেদ আলী চৌধুরী প্রমুখ।

সুফি মিজানুর রহমান আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নিয়ে বিশ্বখ্যাত কারিদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার আহ্বান জানান।

শেয়ার করুন