চাকুরি জাতীয়করণের দাবি
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সিএইচসিপি স্বাস্থ্যকর্মীরা

শংকর চৌধুরী : কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি জাতীয়করণের দাবিতে খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন (সিএইচসিপি) স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন খাগড়াছড়ি শাখার ব্যানারে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে সংগঠনটির খাগড়াছড়ি শাখার সভাপতি জ্ঞানবীর চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিএইচসিপি সমীরন রোয়াজা, অনন্ত পাল, মোঃ নাছির উদ্দিন, গীতা ত্রিপুরা প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলা ইউনিটের দেড়শতাধিক সিএইচসিপি স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা, আগামী ২৬ জানুয়ারীর মধ্যে চাকরী জাতীয়করণের ঘোষণা না আসলে ২৭ জানুয়ারী থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও আমরণ কর্মসূচি পালনের হুশিঁয়ারী দেন। অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।