পর্যটন নগরী আলুটিলায় সন্ত্রাসী হামলা
সিএনজি ভাংচুর গুরুতর আহত ১ খাগড়াছড়িতে

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন পর্যটন নগরী আলুটিলা এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা মো: মানিক মিয়া নামে এক সিএনজি চালককে মেরে গুরুতর আহত করে সিএনজিতে ব্যাপক ভাংচুর চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বারইয়ারহাট থেকে মুরগীর বাচ্চা নিয়ে খাগড়াছড়িতে আসার পথে বৃহস্পতিবার ভোরে আলুটিলা সেগুনবাগান এলাকায় পৌঁছলে ৫/৬ জন পাহাড়ী যুবক চাঁদাবাজির উদ্দেশ্যে মানিক মিয়ার সিএনজি গতিরোধ করে। এসময় তারা তাকে মারধর করে আহত করে, তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে সিএনজিটি ব্যাপক ভাংচুর করে।

খবর পেয়ে আলুটিলা ফরেনার্স চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে পুলিশ সদস্যরা গুরুতর আহত সিএনজি চালক মো: মানিক মিয়াকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন, মাটিরাঙ্গা অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি মো: আবদুস ছোবহান।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত যুবকদের আটকে পুলিশী অভিযান চলছে।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিএনজি চালক মো: মানিক মিয়া ও ভাংচুর করা সিএনজি। ছবি : প্রতিনিধি