আনোয়ারায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সুন্নি সম্মেলন সম্পন্ন

আনোয়ারায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ওসি দুলাল মাহমুদ। ছবি : প্রতিনিধি

আনোয়ারায় জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান সুন্নি সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকেলে পৃথক দুটি অধিবেশনে উপজেলার পূর্ব গহিরা ফকিরহাট সংলগ্ন মাঠে এটি অনুষ্ঠিত হয়। আল্লামা শেরেবাংলা (রহ.) স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত প্রথম অধিবেশনের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোহাম্মদ মোশাররফ হোসেন।

প্রধান অতিথি ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ ইসমাঈল ও কোরিয়ান ইপিজেডের কর্মকর্তা মাষ্টার মোহাম্মদ মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি দুলাল মাহমুদ বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না,সকলকে দেশপ্রেমিক হতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া

হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোন রকম নেশার সাথে জড়াবো না। এছাড়াও তিনি সকলকে দুর্নীতিমুক্ত,অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীত হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান। পরে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী নুর মোহাম্মদ। উদ্বোধনী বক্তব্য রাখেন মুনিরুল মোস্তফা গ্রুপের চেয়ারম্যান এইচ এম আবদুল মান্নান। প্রধান মেহমান হিসেবে তকরির পেশ করেন রাঙ্গুনিয়া রাণীরহাট ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। বিশেষ মেহমান ছিলেন ফকিরহাট জামে মসজিদের খতিব মাওলানা আবদুশ শুক্কুর আল মালেকী।

প্রধান বক্তা ছিলেন মাতারবাড়ি মজিদিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মিজানুর রহমান আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন রুস্তমহাট জামে মসজিদের খতিব মাওলানা কাশেম বিন সৈয়দ ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন স্মৃতি  সংসদের সভাপতি এম এম সাইফুল ইসলাম,সিনিয়র সহ-

সভাপতি এইচ এম ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক এম এম শাহ্ আলম, সহ-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন,নিজাম উদ্দিন,মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফোরকান প্রমুখ।

শেয়ার করুন