রবিবার আখেরি মোনাজাত
হাটহাজারীতে আঞ্চলিক ইজতেমায় লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়

হাটহাজারীতে আঞ্চলিক ইজতেমায় লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়। ছবি : প্রতিনিধি

আসলাম পারভেজ : চট্টগ্রামের হাটহাজারীতে আঞ্চলিক ইজতেমার প্রথমদিনে লাখো মুসল্লির অংশ গ্রহনের মধ্য দিয়ে আদায় হল পবিত্র জুম্মার নামাজ। দুপুর সাড়ে বারোটার আগেই ইজতেমায়আগত মুসল্লিগণ ছাড়াও বিশাল সামিয়ানা,প্যান্ডলের বাহিরেও ছড়িয়ে পড়ছে মুসিল্লগণ। ময়দান পার্শবর্তী এলাকাতে দেখা গেছে সারি সারি কাতার বন্ধি বৃদ্ধ, যুবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মুসিল্লগণ।

আল্লাহ্ আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিয়া ইজতেমা ময়দান । তিল ধারনের ঠাঁই ছিলনা ইজতেমা ময়দানসহ আশপাশ। প্রায় বিশ লক্ষের অধিক মুসলি­রা চট্টগ্রামের বৃহৎ এই জুম্মার নামাজের জামাতে অংশ গ্রহণ করেন। দুপুর সোয়া ১টায় জুম্মার নামাজের খুতবা পাঠ করেন ও ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও কেন্দ্রীয় তাবলীগ মারকাজের প্রধান হাফেজ জুবাইর আহমদ।

এদিকে তিন দিনের আঞ্চলিক ইজতেমার প্রথম দিনে বাদে ফজর উদ্ভোধনী আমবয়ানে মাধ্যমে আগত মুসল্লিদের আরবীতে নসিহত করেন জর্ডান তাবলীগ মারকাজের শুরার সদস্য আবু ওমার আবদুল্লাহ্ ও বাংলায় অনুবাদ করেন চট্টগ্রাম ভি আইপি মসজিদের খতিব ও ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শিহাব সাহেব।মুফতি সিহাব সাহেব বাদে মাগরিব মুসল্লিদের উদেশ্যে তাবলীগের দাওয়াতে করণীয় শীর্ষক বয়ান পেশ করবেন। বাদে জোহর ইজতেমায় মুসলমানদের করনীয় দাওয়াতের কাজ নিয়ে বয়ান করেন মাওঃ আবদুল বার সাহেব।

ইজতেমা মাঠে আগত মুসল্লি নুরুল আলম ও সাইফ উদ্দিন জানান,আমরা ঢাকা ইজতেমায় যেতে পারতাম না বিভিন্ন ঝামেলার কারনে। স্থানীয় ভাবে আঞ্চলিক ইজতেমা হওয়ায় আল্লাহ্র দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সব চেয়ে আনন্দবোধ করতেছি লক্ষ লক্ষ আল্লাহর মেহমানদের সাথে একত্রিত হয়ে মুসলসানদের পবিত্র জুম্মার নামাজ আদায় করতে পেরে। দুু,হাত তুলে প্রার্থনা করেছে মালিকের দরবারে নিজেদের পাপ মুচনের জন্য। বিশাল এই দাওয়াতে তাবলীগের ইজতেমায় অংশ করতে পেরে জীবনটাকে সার্থক করতে পেরেছি। এবারে ইজতেমায় মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজন নিরসনের জন্য ট্রাফিক পুলিশের বিশেষ ভূমিকা দেখা গেছে লক্ষণীয়।

ইজতেমায় আগত মুসল্লিদের মধ্য কুতুবদিয়া উপজেলার জামাতে এক মুসল্লিম গত বৃহস্পতিবার রাত ১টার দিকে রেজাউল করিম (৬০) অসুস্থ হয়ে পড়লে দ্রæত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, সে কক্সবাজার জেলার কুতুবদিয়ার মৃত মুক্তার আহম্মদের ছেলে বলে জানা যায়। ঠান্ডা জনিত কারনে তার মৃত্যু য়েছে বলে জানান হাসপাতাল প্রধান শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেন। জুম্মার নামাজের পরে ইজতেমা মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল আম বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হলে বেলা যখন বাড়তে থাকে ততই আশেপাশে উপজেলা ও এলাকার লোকজন ইজতেমার মাঠে জুমার নামাজ আদায় করার জন্য ইজতেমার ময়দানে আসতে থাকে। দুপুর ১২ টার দিকে হঠাৎ যেন ইজতেমা ময়দান লোকে লোকরাণ্য হয়ে যায়। এসময় চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক দিয়ে মুসল্লিরা আনুমানিক ২/৪ কিলোমিটার পায়ে হেটে ইজতেমার স্থলে আসতে দেখা যায়। এতে চট্টগ্রাম নাজিরহাট, খাগড়াছড়ি সড়কে তীব্র যানযট সৃষ্টি হয়। রবিবার ইজতেমার আখিরি মোনাজেরত মধ্য দিয়ে শেষ হবে বলে জানা যায়।