৪৫ লাখ সৌদি রিয়াল কলার ভেতর থেকে উদ্ধার

ভারতের কেরালার কোঝিকোড বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী দুই যাত্রীর কাছে থাকা কলার কাঁদি থেকে ৪৫ লাখ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুবাইগামী একটি বিমানের ওই দুই যাত্রীর কাছ থেকে এসব মুদ্রা জব্দ করেছেন বিমানবন্দরের কর্মকর্তারা।

কেরালার রাজস্ব গোয়েন্দা অধিদফতরের (ডিআরআই) কর্মকর্তারা আমিরাতগামী দুই যাত্রীকে বিমানবন্দরে দেখে সন্দেহ করেন। ডিআরআই কর্মকর্তারা বলেন, তাদের কলার কাঁদিতে কলা কেটে ভেতরে সৌদি রিয়াল রেখেছিলেন। পরে তল্লাশি চালিয়ে কলার ভেতর থেকে ৪৫ লাখ রিয়াল উদ্ধার করা হয়।

ওই দুই যাত্রী ইন্ডিগোর ফ্লাইট৬ই-৮৮ এর যাত্রী ছিলেন। বিমানের ফ্লাইটের জন্য অপেক্ষার সময় তাদেরকে আটক করে তল্লাশি চালানো হয়।

শেয়ার করুন