গোলাপগঞ্জ পৌরসভায় ৩ দিনের কর্ম বিরতি চলছে

আজিজ খান : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় ৩ দিনের কর্ম বিরতি শুরু হয়েছে। রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশন সহ বেতন-ভাতাপাওয়ার দাবিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ পৌরসভায় ৩ দিনের কর্ম বিরতি শুরু হয়েছে।

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানান।

দেশের ৩২৭ টি পৌরসভার ৩২,৫০০ জন কর্মকর্তা-কর্মচারী এ কর্মবিরতী অব্যাহত রেখেছেন বলে জানা যায়।

এ ব্যপারে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা বলেন, দেশের সকল পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ, গ্র্যাচুইটির শতভাগ অর্থ রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদান সহ পেনশন প্রথা চালু করণের দাবীর বিষয়টি পৌরসভা কর্মকর্তা-কর্মচারীগন দীর্ঘদিন যাবৎ সরকারের বিভিন্ন মহলকে অবহিত করে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত এ দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা আন্দেলনে যেতে বাধ্য হয়েছেন।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সহ সম্পাদিকা এলমিন সুলতানা, গোলাপগঞ্জ পৌরসভা এসোসিয়েশন ইউনিটের সিনিয়র সহ সভাপতি ত্রিপলী দেব তৃনা, গোলাপগঞ্জ পৌরসভা এসোসিয়েশন ইউনিটের সাধারণ সম্পাদক বাছিত আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক আবু সাঈদ, সদস্য দিপংকর দাস দিপু, জিয়া উদ্দিন, নজরুল ইসলাম, বাবুল আহমদ, আনোয়ার আহমদ প্রমুখ।.