বাংলাদেশ ইসলামী যুবসেনা শীতবস্ত্র বিতরণকালে বক্তারা
বিত্তবানদের নৈতিক দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানো

বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চকবাজার থানা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর আওতাধীন চকবাজার থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার রাতে নগরীর মিসকিন শাহ্ মাজার প্রাঙ্গণ ও চকবাজার থানার বিভিন্ন স্থানে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সাম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, চকবাজার যুবসেনার সভাপতি সৈয়দ মোফাচ্ছেল মোস্তাফা টিপু, সাধারণ সম্পাদক এফ.এ ইকবাল, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সহ-সাধারণ সম্পাদক শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ নুর উন নঈম রিমন, ছাত্রসেনা চকবাজার থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ হারুন, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ জাবেদ ইকবাল, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ হানিফ প্রমুখ।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। তাদের কষ্টের মাঝে সামান্য শীতবস্ত্র প্রদান করলে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। তাই সমাজের বিত্তবানদের উচিত সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

শেয়ার করুন