হাইকোর্টের নির্দেশ অমান্য : মার্কেট নির্মাণ চলছে খাগড়াছড়িতে

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে খাগড়াছড়িতে এক উপজাতি পরিবারের জায়গা দখল করে পৌর মার্কেট ও দোকান প্লটের অবকাঠামো নির্মাণ করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তবে্য অভিযোগ করে ভুক্তভোগী রাপ্রু চাই চৌধুরী বলেন, ২০০৩ সালের ২ আগষ্ট হাইকোর্টের এক নির্দেশনায় খাগড়াছড়ি পৌর শহরে ব্যক্তি মালিকানাধীন জায়গায় স্থিতিবস্থার নির্দেশনা বহাল থাকার পরেও পৌরসভার মেয়র রফিকুল আলম নিদের্শনা অমান্য করে বিএমডিএফের অর্থায়নে জোরপূর্বক মার্কেট নির্মানের কাজ করছেন। পাশাপাশি মেয়রের নির্দেশে হাইকোর্টের স্থিতিবস্থা জারিকৃত জায়গায় দোকান প্লটের অবকাঠামো নির্মান কাজে বাধা দিতে গেলে পৌর মেয়র রফিকুল আলম একাধিকবার তুলে নিয়ে গুম করে হত্যা করার হুমকি দেয়।

সংবাদ সম্মেলন থেকে এই সমস্যার নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে প্রশাসনের কাছে পরিবারে নিরাপত্তার দাবি করে। এসময় ভুক্তভোগী পরিবারের সাগরিকা ত্রিপুরা, ফাইকা চৌধুরী ও সীমা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন