ভূজপুর স্টুডেন্টস ফেয়ারের কার্যকরী কমিটি গঠিত

ছবিতে উপস্থিত ২০১৮এর কার্যকরি কমিটি

ফটিকছড়ি : ভূজপুর স্টুডেন্টস ফেয়ার, চট্টগ্রাম (বিএসএফসি)র ২০১৮ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় নগরীর জাতিসংঘ পার্কে সদস্যদের উপস্থিতিতে এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসএফসির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আসিফ ইব্রাহিম।

১৬ সদস্য বিশিষ্ট এ কমিটিতে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র মো. আবু বকর, সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মোরশেদুল আলম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম কলেজের ছাত্র মো. বখতিয়ার ফারুক, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন শিমুল পাল, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজির ছাত্র মো. জাহাঙ্গীর আলম এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন হাটহাজারী কলেজের ছাত্র মো. শাহাদাত হোসেন। নির্বাচিত সদস্য ও সাবেক দায়িত্বশীলদের পরামর্শে বাচাইকৃত সদস্যদের নিম্নোক্ত পদে মনোনীত করেন।

সহসভাপতি : আব্দুর রহিম, রাহুল কান্তি দে, অভিজিৎ পাল, মো. এমদাদুল্লাহ, আবুল কালাম মাসুদ, যুগ্ম-সম্পাদক : জুয়েল দে, মো. জুনায়েদ মাসুদ, আব্দুল্লাহ আল নোমান, মো. হেলাল উদ্দিন,সহ অর্থ সম্পাদক : সাগর পাল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক : মো. নাসিরুদ্দিন মানিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক : মো. নাজিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : অপু কর্মকার।

মানব সম্পদ উন্নয়ন (এইচআরডি) বিষয়ক সম্পাদক : মো. কামরুল হাসান, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক : নয়ন শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক : মুহাম্মদ আলাউদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক : মো. মাসুম বিল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : মো. আসাদুল হক, ধর্মীয় সম্পাদক : মো. জামাল উদ্দিন।

শেয়ার করুন