এসএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ৩২৫ পরীক্ষার্থী

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নগরীর পিএইচ আমিন একাডেমি কেন্দ্র থেকে ছবিটি তুলেছেন এমএ হান্নান কাজল।

চট্টগ্রাম : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ১ লাখ ১০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ৪২০ জনের বাকীরা অনুপস্থিত। এর মধ্যে ২২০ জনই চট্টগ্রামের।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.মাহবুব হাসান জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে ৩২৫ জন পরীক্ষার্থী বাংলা প্রথমপত্রে নিবন্ধন করেও পরীক্ষার হলে অনুপস্থিত ছিল। এছাড়া প্রথম দিনের বাংলা প্রথমপত্রে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রামে ২২০ জন, কক্সবাজারে ৬১, রাঙামাটি জেলায় ১৬, খাগড়াছড়িতে ১৮ এবং বান্দরবান জেলায় ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার বাংলা ১ম পত্রের মধ্য দিয়ে সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৭১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৫ জেলার নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ ১ লাখ ১৮ হাজার ২৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী নিবন্ধন করেছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ১ লাখ ১৮ হাজার ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ হাজার ৪৯৪ জন ছাত্র ও ৬২ হাজার ৫৩৫ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে   ১ লাখ ৬ হাজার ১৯৬ জন নিয়মিত, ১১ হাজার ৭৬৯ জন অনিয়মিত এবং ৬৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিচ্ছে।

মহানগর বাদে চট্টগ্রাম জেলার ৬৮৪টি স্কুলে পরীক্ষার্থী ৮৪ হাজার ৬৬১ জন, মহানগরের ১৭৯টি স্কুলে ২৯ হাজার ৯১৭ জন, কক্সবাজার জেলার ১৩৫টি স্কুলে ১৫ হাজার ৪৪৩ জন, রাঙামাটি জেলার ৮০টি স্কুলে ৭ হাজার ২৭০ জন, খাগড়াছড়ি জেলার ৭৫টি স্কুলে ৭ হাজার ৭০৫ জন এবং বান্দরবান জেলার ৩৬টি স্কুলে ২ হাজার ৯৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ২৬ হাজার ৫৪৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ হাজার ৯০৪ জন ও মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৫৭৮ জন।

শেয়ার করুন