গাজীপুরে চার প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের চার প্রতিষ্ঠানকে সাত লাখ টাকার বেশি জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ অর্থদণ্ড দেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান জানান, মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে তাদের এই জরিমানা করা হয়।

চার প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্র ও তরল বর্জ্য শোধনাগার ছাড়াই কারখানা চালিয়ে আসছিল জানিয়ে তিনি বলেন, এসব কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করা হয়েছে।

তাদের পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করা হয়। শুনানি শেষে লুজিন ফ্যাশন লিমিটেডকে ৪ লাখ ৫০ হাজার টাকা, ট্রেড ইঞ্জিনিয়ারিংকে দুই লাখ টাকা, ওমকার টেক্সটাইলকে ৬৫ হাজার ৫৬ টাকা ও জেনট্রি ফার্মাসিউটিক্যালসকে এক হাজার ২৫৮ টাকা জরিমানা করা হয়।

দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।