নকল সরবরাহের দায়ে ফটিকছড়িতে শিক্ষক বহিস্কার

ফটিকছড়িতে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের দায়ে মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন নামে এক শিক্ষককে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে। তিনি উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের ফটিকছড়ি-৫ কেন্দ্রে ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এস.এস.সি পরীক্ষার ইংরেজী ২য় পত্রের পরীক্ষা ছিল। কেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো: শহিদুল হক ওই শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন। তাৎক্ষনাৎ তাকে চলমান সব পরীক্ষার দায়িত্ব থেকে বহিস্কার করা হয়। এবং ভবিষ্যৎ আর এই রকম কোন অনৈতিক কাজে জড়িত হবেনা মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো: শহিদুল হকের নিকট জানতে চাইলে তিনি জানান উক্ত শিক্ষক অনৈতিক কাজে জড়িত থাকায় তাকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে। পরবর্তী কোন পরীক্ষাতে দায়িত্ব পালন করতে পারবে না।

শেয়ার করুন