খাগড়াছড়ি পৌর মেয়রসহ আটজনের গ্রেফতারি পরোয়ানা

খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম

খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম এবং তার সাত সমর্থকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অন্তবর্তীকালীন জামিন শেষে আদালতে হাজির হওয়ার দিনে অনুপস্থিত থাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত আটজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপর সাত আসামি হলেন-মেয়র রফিকুলের সমর্থক ফারুক, জামাল, হৃদয়, মিন্টু মিস্ত্রী, শামীম গাজি, শরীফ ও রাহুল।

কোর্ট ইন্সপেক্টর সফিকুল ইসলাম জানান, আসামিরা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। কিন্তু আজ (বৃহস্পতিবার) তিনি আদালতে হাজিরা না দিয়ে সময় চেয়ে আবেদন করলে আদালত তা খারিজ করে গ্রেফতারি পরোয়ারা জারি করেন।

উল্লেখ্য ১৯ জানুয়ারি দুপুরে জেলা শহরের কলেজ সড়কে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি নির্মলেন্দু চৌধুরী। পৌরসভার মেয়র রফিকুল আলমের নেতৃত্বে ওই হামলায় চিহ্নিত ক্যাডাররা অংশ নেয় বলে অভিযোগ করে জেলা আওয়ামী লীগ।

ওইদিন রাতেই মেয়র রফিকুল আলম ও তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ ৩৮ জনের নামে মামলা দায়ের করেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন।

শেয়ার করুন