জ্যোতিষানন্দ সনাতন মানব কল্যাণ পরিষদ-বাংলাদেশ’র উদ্যোগ
সার্বজনীন শ্রীমদ্ভগবদ্গীতায় তুলীদান ও মহতী সনাতন ধর্ম সম্মেলন ২৩ ফেব্রুয়ারী

চট্টগ্রাম : আগামী ২৩ ফেব্রুয়ারী (১০ ফাল্গুন) জ্যোতিষানন্দ সনাতন মানব কল্যাণ পরিষদ-বাংলাদেশ এর উদ্যোগে নগরীর জেএম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শোত্রীয় ব্রহ্মনিষ্ট শিবকল্পতরু ব্রহ্মলীন ১০৮ শ্রীশ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এবং তৎ সর্বাগ্রজ শিষ্য গৌর অনুরাগী সনাতন ধর্ম সংস্কারক ব্রহ্মনিষ্ট পরমহংস পরিব্রাজক ব্রহ্মলীন ১০৮ শ্রীশ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের করুণাশীষ ও শ্রীচরণাশ্রিত মানব সেবাময় জ্ঞান, কর্ম, ভক্তির, মূর্তপ্রতীক ব্রহ্মনিষ্ঠ যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজের শুভাশীয়ে সনাতন ধর্মানুরাগীর স¤প্রীতি, সংহতি বর্দ্ধনে সর্বমানবের কল্যাণার্থে সার্বজনীন শ্রীমদ্ভগবদ্গীতায় তুলীদান ও মহতী সনাতন মানব ধর্ম সম্মেলন-২০১৮।

আয়োজিত মহতী অনুষ্ঠানে শুভ উদ্বোধক থাকবেন পরমারাধ্য গুরুদেব যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ ঋষিতীর্থ শ্রীগুরুধাম, কনখল, হরিদ্বার, ভারত ও প্রতিষ্ঠাতা, ঋষিতীর্থ অনাথ আশ্রম (শ্রীগুরুধাম) বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।

অনুষ্ঠান মালায় আরো রয়েছে নাম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা, দীক্ষাদন অনুষ্ঠান, বৈদিক মন্ত্রপাঠ ও ঋষিধ্বজা তথা গৈরিক পতাকা উত্তোলন, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন আর্য্যগুরুচক্র পরস্পরার প্রতিকৃতির পাদমূলে শ্রীশ্রী গুরু পূজা ও শ্রীশ্রী গীতায় তুলসী দান, শ্রীশ্রী গীতা ও জগরুর আরতি তৎপর অমিয় বাণী পরিবেশন, যৌগিক আসন মুদ্রা প্রদর্শনী, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, মহতী সনাতন মানবধর্ম সম্মেলন ও অন্নপ্রসাদ আস্বাদন ।

মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে পাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায়-ভেদাভেদ বিহীনে সর্ব সনাতন ধর্মনুরাগীদের প্রতি সাদর স্বপ্রেম বিনম্র আমন্ত্রণ রইল।

আপনারা স্ব-বান্ধব-স্বপরিজনে মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মের প্রতি নিষ্ঠা ও সংহতি প্রদান করে সাফল্য মণ্ডিত করার অনুরোধ জানিয়েছেন আয়োজক সংস্থা নেতৃবৃন্দ।

–বিপ্লব নাথ/ইকবাল

শেয়ার করুন