পার্কভিউ হাসপাতালের যাত্রা শুরু, মাসব্যাপী ৩০% বিশেষ ছাড়

নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় নবনির্মিত পাকভিউ হাসপাতালের উদ্বোধন করছেন প্রফেসর ডাঃ মুজিবুল হক ও অতিথিবৃন্দ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : নগরীতে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিকমানের বিশেষায়িত হাসপাতাল ‘পার্কভিউ’। উদ্বোধন উপলক্ষ্যে সকল গ্রাহক সব ধরনের সেবায় ৩০% বিশেষ ছাড়ের সুবিধা পাবেন মাসব্যাপী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পাঁচলাইশ এলাকার কাতালগঞ্জে হাসপাতালের হলরুমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এ. কে. এম ফজলুল হক।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডাঃ মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরী। চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, হাসপাতালের ভাইস চেয়ারম্যান রফিফকুল ইসলাম হেলাল, ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এ. টি. এম রেজাউল করিম, ফিন্যান্স ডিরেক্টর ডাঃ মো. ইউসুফ, অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানের শুরুতে নবান্ন এড ফার্ম হাসপাতালের নানা দিক তুলে ধরে একটি ডকুমেন্টারী প্রদর্শন করে। উদ্বোধনী ভাষণে ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম আন্তর্জাতিক মানের এ হাসপাতাল প্রতিষ্ঠার ইতিবৃত্ত তুলে ধরে এ হাসপাতালকে এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন।

অন্যান্য বক্তারা বলেন, চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা সময়ের দাবী, তারা আশা প্রকাশ করেন পার্কভিউ হাসপাতাল সে প্রত্যাশা পূরণে সহায়ক হবে। উদ্বোধন উপলক্ষে মাসব্যাপি সকল পরীক্ষা নিরীক্ষা ৩০% ডিসকাউন্টে করার ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানশেষে মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার।

শেয়ার করুন