৮ মার্চ উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
কারাগারে বসেই সাধারণ বন্দিরা মোবাইল ফোনে কথা বলতে পারবেন

কারাগারে বসেই বন্দিরা স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবেন সাধারণ বন্দি। পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলা কারাগারে চালু হচ্ছে এই মোবাইল ফোন সেবা। আগামী ৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পরীক্ষামূলকভাবে এ সেবাটি উদ্বোধন করবেন। তবে কোন জঙ্গি বা শীর্ষ সন্ত্রাসী এ সেবা গ্রহণ করতে পারবে না। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।

টাঙ্গাইলের জেল সুপার বলেন, কারা অধিদফতর থেকে আমরা জানতে পেরেছি ‘স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৮ মার্চ সময় দিয়েছেন। আশা করছি ওইদিনই পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।’ তিনি বলেন, ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভার স্থাপন, বুথ তৈরিসহ মোবাইল ফোন সেবার জন্য সেখানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

সাধারণ বন্দিরা এ সুবিধার আওতায় থাকলেও জঙ্গি বা শীর্ষ সন্ত্রাসীরা কারও সঙ্গেই মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন না বলে জানান টাঙ্গাইলের জেল সুপার।

শেয়ার করুন