আনোয়ারায় শ্রীশ্রী বংশীফকির মহাত্মা মহারাজ স্মরণে মহতী মহানাম যজ্ঞোৎসব সম্পন্ন

আনোয়ারা খাসখামায় পরমযোগী শ্রী শ্রী বংশীফকির মহাত্মা মহারাজ স্মরণে ৩২তম মহতী মহানাম যজ্ঞোৎসবের ধর্মসভায় অতিথিবৃন্দ। ছবি : প্রতিনিধি

আনোয়ারা উপজেলার খাসখামায় শ্রী শ্রী বংশী ফকির সিদ্ধি আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী বংশী ফকির মহাত্মা মহারাজ স্মরণে ৩২তম মহতী ধর্মসভা, সংগীতানুষ্ঠান ও সার্বজনীন অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞোৎসব ও বিভিন্ন মাঙ্গলীক অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শ্রী শ্রী বংশী ফকির সিদ্ধি আশ্রমে সম্পন্ন হয়েছে।

মহতী অনুষ্ঠানে আর্শীবাদক ছিলেন শ্রীমৎ কালাচাঁদ গোস্বামী (ভারতী) রাধাকৃষ্ণ সেবাঙ্গন, পরৈকোড়া, আনোয়ারা ও শ্রীমৎ বিমুক্তানন্দ পুরী মহারাজ, অদ্বৈতনন্দ আশ্রম, গুজরা, উদ্বোধক ছিলেন, শ্রী দিলীপ কুমার শীল, শংকর মিশন, আনোয়ারা শাখা, পৌরহিত্য করেন শ্রীমৎ কৃষ্ণ স্বপন গোস্বামী, রাধাকৃষ্ণ মন্দির সুচিয়া, চন্দনাইশ, প্রধান অতিথি শ্রী মৃণাল কান্তি ধর, ভাইস চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা পরিষদ, মহান অতিথি অসীম কুমার দেব, চেয়ারম্যান ৭নং আনোয়ারা ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি শ্রী আশীষ নাথ, সহ-সভাপতি স্বেচ্ছাসেবক লীগ, আনোয়ারা, শ্রী অধির রঞ্জন শীল, শ্রী সাগর মিত্র, শ্রী অরুন মলি­ক, শ্রী সুমন তালুকদার, আলোকিত বক্তা শ্রী দুলাল কান্তি নাথ (শিক্ষক) প্রধান বক্তা পলাশ কান্তি নাথ (রণী), বিশেষ বক্তা ডাঃ সরোজ চক্রবর্তী, শ্রী আনন্দ মোহন দত্ত, শ্রী মানিক নাথ (যাজক), সভাপতিত্ব করেন শ্রী স্বপন দে, সভাপতি উৎসব উদ্যাপন পরিষদ, স্বাগত বক্তা অনুপম পাল, সাধারণ সম্পাদক শ্রীশ্রী বংশী ফকির সিদ্ধি আশ্রম, জনাবা সাজিয়া সুলতানা, ইউপি সদস্যা, জনাব নুরআলী , আব্দুল আলিম ও অনুপম দেবনাথ (বাবু) ছাত্রলীগ নেতা।

অনুষ্ঠানে আরো বক্তাব্য রাখেন, আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষক কাজল নাথ, সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মিলন পাল, বিপুল পাল, উত্তম পাল (চানক), স্বপন নাথ, ডাঃ টিটু নাথ, মিন্টু নাথ, দুলাল নাথ, পিন্টু নাথ, শিশির পাল, কাজল পাল, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যুগে যুগে সৃষ্টির কিছু মহাপুরুষ আবির্ভাব হয় তাদের মধ্যে পরমযোগী শ্রীশ্রী বংশী ফকিরও ছিল সেই এক মহাপুরুষ। যাদের জীবনাদর্শ অমৃত বাণী, ধর্মপ্রচার, অহিংস সমাজ বিনির্মানে সমাজকে আলোকিত করে গেছেন, এই মহাপুরুষদের বাণী ও অহিংস সমাজ গঠনে আমরা যুগের পর যুগ তাদের অনুসরণ করি। এই মহাপুরুষদের জ্ঞানের আলোয় আলোকিত এই সমাজ আজ আমরা তাদেরকে স্মরণ করি।

শেয়ার করুন