চকরিয়ায় বিনামূল্যে ইলিয়াছ এমপির স্বাস্থ্য সেবা

চকরিয়া প্রতিনিধি : চকরিয়ায় কক্সবাজার-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১৬ফেব্রুয়ারি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ চিকিৎসা সেবা। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থাপক ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য রেহেনা খানম রাহু, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ, এমপি ইলিয়াছের সহধর্মীনি হোসনে আরা আরজু, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহিলা জাতীয় পার্টির নেত্রী সজরুন নাহার বুলু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, পৌরসভা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবু কাশেম আজাদ, এমপির ব্যক্তিগত সহকারী নাজিম উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।

এদিকে দিনব্যাপি চিকিৎসা ক্যাম্পে চকরিয়ার কৃতী সন্তান এমপি ইলিয়াছের সুযোগ্য কন্যা ডাঃ জান্নাতুল মাওয়া মীমের নেতৃত্বে অন্তত ৩০জন চিকিৎসক ও ২০জন চিকিৎসক সহকারীর সমন্বয়ে বিশাল এ মেডিকেল টিম হাজার হাজার রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। এতে সুষ্ঠু ও সুন্দরভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ও অবহেলিত জনপদের চিকিৎসা বঞ্চিত নারী-পুরুষ ও শিশুসহ সর্বস্তরের জনসাধারণ এ সেবা গ্রহণ করেন। চিকিৎসা ক্যাম্প থেকে সেবা নেয়া রোগিদের বিনা পয়সায় প্রয়োজনীয় ঔষুধ সামগ্রিও প্রদান করা হয়।

মোহাম্মদ ইলিয়াছ এমপির ব্যবস্থাপনায় দিনব্যাপি চিকিৎসা ক্যাম্পে প্রদানকৃত স্বাস্থ সেবার মধ্যে ছিল- রক্তের গ্রুপ নির্ণয়, রক্তের গ্লুকোজ নির্ণয়, রক্ত চাপ নির্ণয়, মেডিসিন বিভাগ, গাইনী বিভাগ, শিশু বিভাগ, চক্ষু বিভাগ ও নাক-কান-গলা বিভাগের রোগিদের চিকিৎসা সেবাসমূহ।

শেয়ার করুন