আধিপত্য বিস্তারে মরিয়া
প্রতিপক্ষের গুলিতে আবারও ইউপিডিএফ কর্মী নিহত

শংকর চৌধুরী : পার্বত্যঞ্চলে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। আবারও খাগড়াছড়ি জেলা সদরে প্রতিপক্ষের গুলিতে দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় (৪২) নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদরের হরিনাথ পাড়া এলাকায় ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলে সে নিহত হয়। দীলিপ কুমার চাকমা পানছড়ি উপজেলার পূজগাং মুনিপুর গ্রামের সন্তোষ চাকমার ছেলে।

ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মুখপাত্র নিরন চাকমা বলেন, নব্যসৃষ্ট মুখোশ বাহিনী (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর সন্ত্রাসীরা দীলিপ কুমার চাকমাকে গুলি করে হত্যা করেছে। সে সাংগঠনিক কাজে রাঙাপানি ছড়া এলাকায় অবস্থান করছিল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের সদস্য সচিব জলেয়া চাকমা তরু জানান, ইউপিডিএফ’র অভ্যন্তরীণ দ্বন্ধে এই হত্যাকান্ড হতে পারে। এর সাথে ইউপিডিএফ গণতান্ত্রিকের কোন সম্পৃক্ততা নাই।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আধুনিক সদর হাসপাতালের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুতোষ চাকমা জানান, নিহতের শরীরের কোমড়সহ কয়েক জায়গায় গুলি ও কোপের ক্ষত চিহৃ রয়েছে।

উল্লে­খ্য, ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ গণতান্ত্রিক আত্মপ্রকাশের পর ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমার পর ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের দুইজন নিহত হয়েছে। এছাড়া গত ২৬ জানুয়ারী খাগড়াছড়ি দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় শান্তিময় চাকমা নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়। এসব ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুপ গণতান্ত্রিক গ্রুপকে দায়ী করে আসছে।