নাজিরহাট পৌরসভার নির্বাচন ২৯ মার্চ

ফটিকছড়ি উপজেলার নবগঠিত নাজিরহাট পৌরসভা নির্বাচনের তফসীল রবিবার (১৮ ফেব্রুয়ারী) ঘোষণা করা হয়েছে।

বহুল প্রত্যাশিত নাজিরহাট পৌরসভার নির্বাচনের তফসীল ঘোষণা হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দের বন্যা। কাঙ্খিত এ তফসীল ঘোষণা হওয়ায় পৌর এলাকাজুড়ে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করার খবরও পাওয়া গেছে। অপরদিকে, বিভিন্ন সময়ে মামলার গ্যারাকলে পড়ে থাকা এ নির্বাচন যেকোন মুর্হুতে আবারো মামলার জালে আটকে পড়ে স্থগিত হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। তবে, এলাকার মানুষ নির্বাচন বন্ধ হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের মনোভাব ব্যক্ত করছেন।

এদিকে, নাজিরহাট পৌরসভার নির্বাচনের তফসীল ঘোষণা হওয়ায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তৎপরতা আগের চাইতে বেশ দৃশ্যমান হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক বড় রাজনৈতিকগুলোর মনোনয়ন প্রত্যাশীরা দফায় দফায় দলের স্থানীয় সিনিয়র নেতাদের সাথে বৈঠকে মিলিত হয়ে করণীয় ঠিক করছেন। নাজিরহাট পৌর আওয়ামীলীগ আগামী দুয়েক একদিনের মধ্যে তাঁদের করণীয় নির্ধারণ করতে সভা আহবান করতে যাচ্ছে বলে জানাগেছে। তরিকত ফেডারেশন নাজিরহাট পৌরসভায় আলাদাভাবে প্রার্থী দিতে পারে বলে একটি বিশেষ সূত্র জানিয়েছে।

সূত্রটির বরাদ দিয়ে জানা যায়, দৌলতপুর ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যান তরিকত ফেডারেশনে যোগ দিয়ে মেয়র পদে প্রার্থী হতে পারেন। একই সাথে আওয়ামীলীগের প্রার্থী তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। সম্ভাব্য এসব প্রার্থীদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, আওয়ামীলীগ নেতা, নাজিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম সওদাগর, মনির কন্ট্রাক্টরের ছেলে প্রথম শ্রেণীর ঠিকাদার ব্যবসায়ী আসাদুজ্জামান টিটুর নাম আলোচিত হচ্ছে। এদিকে, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দুই সাবেক চেয়ারম্যানেরর পাশাপাশি দুই নাছিরের নাম আলোচনায় আছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটিতে কমপক্ষে ৬ থেকে ৭ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সম্ভাব্য এসব কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বেশির ভাগই তরুণ মুখ। উল্লেখ্য, নাজিরহাট পৌরসভা নির্বাচনের সাথে দেশের ১২৭টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভার তফসীল একযোগে আজ ঘোষণা করা হয়। এতে মনোনয়নপত্রের জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ, প্রতীক বরাদ্দ ১৩ মার্চ। ভোটগ্রহণ ২৯ মার্চ।

শেয়ার করুন