খালেদার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিএনপির স্মারকলিপি প্রদান

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপি। এ সময় পুলিশি বাঁধার অভিযোগ করে জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গেলে নেতাকর্মীদের পুলিশ বাঁধা দেয়।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্মারকলিপি প্রদান কর্মসূচিকে ঘিরে জেলা শহরের কলাবাগান এলাকার মিল্লাত চত্ত্বরের সামনে জড়ো হয় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে জেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপি প্রদান শেষে নেতাকর্মীরা পুনরায় মিল্লাত চত্ত্বরের সামনে এসে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা প্রমুখ। এসময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার ভূয়া ও জাল নথির মাধ্যমে সাজানো রায় দিয়ে খালেদা জিয়াকে করাগারে প্রেরণ করেছে।