৪০ কোটি টাকা আত্মসাৎ: চট্টগ্রামে পুত্রসহ ব্যবসায়ী গ্রেপ্তার

জালিয়াতির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৩৯ কোটি ৬৮ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মেসার্স আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার পুত্র মো. এস এম পারভেজ আলম। তাদের বিরুদ্ধে গতকাল (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কোতোয়ালী (সিএমপি) থানায় মামলা দায়ের করে দুদক।

কোতোয়ালী থানায় এবিষয়ে মামলা হওয়ার পর পরই সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর জাকির হোসেন সড়ক থেকে তাদের ধরা হয় বলে জানিয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন। মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়।

লুৎফুল কবির বলেন, শাহ আলম তার তিন ভাইয়ের স্বাক্ষর জাল করে পৈত্রিক ১১২ দশমিক ৯৭ শতাংশ জমি বন্ধক রেখে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকা ঋণ নেন।
২০০৪ সাল থেকে বিভিন্ন সময়ে এই ঋণ নেওয়ার পর তারা তা শোধ করেননি।”

দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক মামলাটি দায়ের করে।

শেয়ার করুন