রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
না ফেরার দেশে বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত

নিজভূম সুনামগঞ্জের দিরাইয়ে সোমবার বেলা ৩টায় তাঁর শেষকৃত্য

ঢাকা : সাতবার সংসদ সদস্য নির্বাচিত বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। রোববার ভোর চারটা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

সত্তরোর্ধ্ব সুরঞ্জিত রক্তে হিমোগ্লোবিন স্বল্পতায় ভুগছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সকালে তাকে দেখতে গিয়ে পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের একথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, দুপুর ঢাকেশ্বেরী মন্দিরে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বেলা তিনটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে সুরঞ্জিত সেনগুপ্তর মরদেহ। আগামীকাল সোমবার সকাল ৯টায় তাকে সিলেটে নেওয়া হবে। ওই দিন দুপুরে সুরঞ্জিত সেনগুপ্তর মরদেহ নেওয়া হবে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই। পরে বেলা ৩টায় দিরাইয়ে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

এ সময় ওবায়দুল কাদের বলেন,  ‘বলার ভাষা হারিয়ে ফেলেছি। তিনি আমাদের রাজনৈতিক ইতিহাসে এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব। পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি নাম্বার ওয়ান বলে আমার মনে হয়। তার মৃত্যুতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। এটা সহজে পূরণ হবে—এটা মনে করার কারণ নেই। আমরা তাকে শেষবি​দায়ের প্রস্তুতি নিচ্ছি।’

সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। প্রথম জীবনেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়া সুরঞ্জিত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার  দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন। তবে সহকারীর অর্থ কেলেঙ্কারির একটি ঘটনার জেরে পদত্যাগ করেন তিনি। কিন্তু পদত্যাগপত্র গ্রহণ না হওয়ায় সেই সময় তাকে দফতরবিহীন মন্ত্রী হিসেবে রাখা হয়।

শেয়ার করুন