মূল হোতা জাহেদসহ ৩জন কারাগারে

‘গণধর্ষণের ঘটনা চাপা দেয়ার চেষ্টা ব্যর্থ। শাস্তি হওয়া প্রয়োজন ধর্ষণের ঘটনায় শালিসকারদের’

মূল হোতা জাহেদসহ আটক তিন আসামী

চট্টগ্রাম : নগরীর লালখান বাজার এলাকায় ১৩ বছরের স্কুল ছাত্রীকে গণধর্ষণের মূল হোতা জাহেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে খুলশি থানা পুলিশ। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করলে আদালত তিনজনের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এর আগে ওই ধর্ষণের ঘটনা চাপা দেয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে ধর্ষক এবং তাদের আত্মীয় স্বজনদের হামলার শিকার হন স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক। গ্রেফতারকৃতরা সাংবাদিক নির্যাতন মামলারও আসামী।

সরেজমিন ঘুরে  স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় লালখান বাজারের মতিঝর্ণা এলাকার সোলেমান কলোনীর ভাড়াটিয়া রিক্সাচালক জামালের কিশোরী মেয়েকে বাড়িওয়ালার ছেলে আমজাদ হোসেন বক্কর প্রকাশ বক্কা মতিঝর্ণাস্থ সাত্তার রনির মার পাহাড়ে নিয়ে ৯ জনে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কিশোরীর পরিবার বাড়িওয়ালাকে জানালে ধর্ষণকারী বক্করের ভাই জামাল, আলাউদ্দিনের বউ পাখি, সন্ত্রাসী যুবলীগ ক্যাডার জাহেদ, জাহেদের মা হোসনে আরা বেবি, ধর্ষকের ফুফু মমতাজ ধর্ষিতার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেয়। ধর্ষণের বিষয়ে যাতে কাউকে না জানানো হয় সেজন্য ধর্ষিতার পরিবারকে অর্থের লোভ দেখায়।

স্থানীয় প্রভাবশালী মাহাবুব নামের এক ব্যক্তি শালিসের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। শালিসকারক মাহবুবের সিদ্ধান্ত অনুযায়ী জাহেদসহ বাকি ৮ ধর্ষকের প্রত্যেকের কাছ থেকে ১৫ হাজার করে টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার কৌশল অবলম্বন করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় পত্রিকার সাংবাদিক আলোচ্য বিষয়ে তথ্য সংগ্রহ করতে সরেজমিনে যান। এসময় ধর্ষকদের সাঙ্গপাঙ্গ আত্মীয় স্বজনরা ওই সাংবাদিকের উপর হামলা করে। পরে গুরুতর আহত সাংবাদিককে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এবিষয়ে খুলশি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর পরই থলের বিড়াল বেড়িয়ে আসতে শুরু করে। ২ ফেব্রুয়ারি দৈনিক প্রিয় চট্টগ্রাম ও দৈনিক সাঙ্গু পত্রিকায় প্রকাশিত ‘নগরীতে ১৩ বছরের স্কুল ছাত্রীকে ১২ জনের গণধর্ষণ’ শীর্ষক সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় অভিযান চালিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারী) নগরীর কদমতলী এলাকা থেকে গণধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ। ধর্ষিত কিশোরীকে উদ্ধারের পর তাকে নিয়ে আসামিদের চিহ্নিত করতে অভিযানে নামে পুলিশ। এতে ওই কিশোরী লালখান বাজারের মতিঝর্ণার কথিত যুবলীগ নেতা মো. জাহেদসহ ৩ জনকে সনাক্ত করে। পরে পুলিশ ধর্ষণের মূল হোতা জাহেদসহ ৩ জনকেই গ্রেফতার করে ধর্ষণ মামলায় আদালতে সোপর্দ করে। আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ধর্ষিতার পরিবার জানায়, ৩১ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে হঠাৎ বাড়িওয়ালা জামাল, জাহেদ, বক্কা ধর্ষিতাসহ পরিবারের সদস্যদের দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।  মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে তাদেরকে জমিদার জামাল ও জাহিদের সন্ত্রাসী বাহিনীর লোকজন ধর্ষিতাসহ তার পরিবারকে চট্টগ্রাম রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়। তাদের ট্রেনে তুলে দেয়া হয়। এসময় অসহায় হয়ে পরে ধর্ষিতার পরিবার। এভাবে সবকিছু ফেলে যেতে চায়নি অসহায় পরিবারটি।  যেকারণে সন্ত্রাসীরা চলে গেলে ট্রেন থেকে নেমে পড়ে পরিবারটি। সারারাত স্টেশনেই কাটায় তারা।

মতিঝর্ণায় স্বস্তি : নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, মূল ধর্ষক গ্রেফতারের খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন লালখান বাজারের মতিঝর্ণা এলাকার সাধারণ মানুষ। তারা বলছেন, ওই বাহিনির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহক করে না। জাহেদসহ তার পুরো পরিবারই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এছাড়াও তার ভাই তৈয়ব ও বাবু বড় সন্ত্রাসী। তার মা হোসনে আরা বেবি ও বোন শিউলী এলাকায় পতিতা ব্যবসা ও মাদক ব্যবসার সাথে জড়িত। সন্ত্রাসী জাহেদ এর আগেও একাধিক নারীর সম্ভ্রম লুণ্ঠন করেছে। ওই নারীদের কেউ প্রাণভয়ে মুখ খুলেনি। ধর্ষিত অনেক মেয়েই এখনো মতিঝর্ণায় বসবাস করে, কিন্তু তারা প্রতিবাদের সাহস পায়নি।

শেয়ার করুন