স্বামী বনি কাপুরের জবানবন্দি রেকর্ড
শ্রীদেবীর মৃত্যু রহস্যাবৃত

শ্রীদেবীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনার। শেষকৃত্যের জন্য মরদেহ সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুম্বাই পৌঁছানোর কথা থাকলেও বিভিন্ন জটিলতায় শেষ পর্যন্ত তা হয়নি। আর ডেথ সার্টিফিকেটে ‘মৃত্যু হয়েছে দুর্ঘটনাবশত জলে ডুবে’ এমন রিপোর্টে মৃত্যুর বিষয়টি নিয়ে ‘রহস্য’ তৈরি হয়েছে।

এদিকে শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় স্বামী বনি কাপুরের জবানবন্দি রেকর্ড করেছে দুবাই পুলিশ। কারণ বাথটাবের পানিতে শ্রীদেবীকে ‘আবিষ্কার’ করেন বনি কাপুর। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

গালফ নিউজ জানিয়েছে, তদন্তের জন্য স্থানীয় সময় সোমবার বুর দুবাই পুলিশ স্টেশন থেকে বনি কাপুরকে ডাকা হয়েছে। সেখানে জবানবন্দি রেকর্ড করে তাকে ফের নিজ হোটেল রুমে ফেরার অনুমতি দেওয়া হয়।

অন্যদিকে এক টুইটে দুবাই সরকার জানিয়েছে, শ্রীবেদীর মৃত্যুর ঘটনাটি তদন্তে ‘দুবাই পাবলিক প্রসিকিউশনে’ স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করুন