ছাত্রসেনা মহানগর উত্তর নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
ছাত্রসমাজের মাঝে সুন্নীদর্শনের বার্তা পৌঁছে দিতে হবে

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন অতিথিবৃন্দ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : দেশের খ্যাতনামা ইসলামী সাংস্কৃতিক সংগঠন রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী ও সম্মিলিত মাদরাসা ছাত্রফ্রন্ট’র সচিব মুহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাইনটেক ডিজিটাল প্রিন্ট মিডিয়া ও ওমেক্স ফ্যাশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইনটেক ডিজিটাল প্রিন্ট মিডিয়া ও ওমেক্স ফ্যাশনের সত্ত্বাধিকারী আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ সেলিম।

উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। প্রধান অতিথি ছিলেন আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুল হক। প্রধান বক্তা ছিলেন আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদুল হাসান রুবায়েত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাহাদাত হোসেন তানভীর, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুদাররিস মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী, বিএম ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নুর উন নঈম রিমন।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর নেতাদের সংবর্ধনা সভায় বক্তব্য রাখছেন সংবর্ধেয় অতিথি নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। ছবি : নয়াবাংলা

সংবর্ধেয় অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমান।

সভায় বক্তারা বলেন, ছাত্রসেনা দেশব্যাপী সুন্নিদর্শন প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলাম বিরোধী অপশক্তির আদর্শিক মোকাবিলায় ছাত্রসেনাকে বহুমাত্রিক পদক্ষেপ নিতে হবে। ছাত্রসেনার দায়িত্বকে ক্ষমতা মনে না করে আমানত হিসেবে ধারণ করে ছাত্রসমাজের মাঝে সুন্নিদর্শনের বার্তা ছাত্রসমাজের মাঝে পৌঁছে দিতে হবে। অবক্ষয়গ্রস্থ ছাত্রসমাজকে মহানবী (দ.) এর আদর্শে উদ্ভুদ্ধ করে সঠিক পথের দিশা দিতে পারলেই আপনাদের নেতৃত্ব সার্থক হবে।

আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস এম ইকরাম হোসাইন সোহেল, রিদুয়ান হোসেন তালুকদার পাপ্পু, শায়ের মুহাম্মদ মঈনুদ্দীন কাদেরী, আদনান বিন তাহের, মাহমুদুল হাসান প্রমূখ।

শেয়ার করুন