চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ দুই ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামের চকবাজার থানাধীন এলাকায় ওয়ানশ্যুটারগান, কার্তুজ, ছোরাসহ দুই ছিনতাইকারীকে বৃহস্পতিবার (১ মার্চ) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২ মার্চ) র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- আবু জাহিদ (২২) ও মো. শাহাবুদ্দীন (১৯)। এদের মধ্যে জাহিদ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবুল বশর মিস্ত্রির ছেলে। অন্যজন কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিম আমজাখালী গ্রামের মাহমুদ উল্লাহর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, রাত সাড়ে ১১টার সময় চকবাজার থানার চট্টেশ্বরী সড়কের দেশ মেডিকেলের সামনে টহলের সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় দাঁড়ানোর সংকেত দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাদের ধরা হয়। শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে এইসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়”

“দেশ মেডিকেলে আসা রোগী ও জনসাধারণকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় বলে দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

নগরীর চকবাজার থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন