১১২ বছরের ইতিহাসে এক ঘণ্টায় দু’টি হ্যাট্রিক

এক ঘন্টায় দুটি হ্যাট্রিক! হাঁ। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ঘণ্টায় দু’টি হ্যাট্রিকের রেকর্ড সৃষ্টি হয়েছে। ঘরোয়া আসর প্লাংকেট শিল্ডের দুই ম্যাচে হ্যাট্রিক করেন লগান ভ্যান বিক ও ম্যাট ম্যাকইয়ান। নিউজিল্যান্ড ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্লাংকেট শিল্ডের ১১২ বছরের ইতিহাসে একই দিনে দুই বোলারের হ্যাট্রিক করার ঘটনা এটাই প্রথম।

শুক্রবার ক্রাইস্টচার্চে প্রথম হ্যাট্রিক করেন ওয়েলিংটনের পেসার ভ্যান বিক। ইনিংসের চতুর্থ ও ষষ্ঠ ওভার মিলিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। প্লাংকেট শিল্ডের ৪০তম হ্যাট্রিক ছিলো সেটি। প্রতিপক্ষ ছিলো বিকের সাবেক দল ক্যান্টারবুরি।

এক ঘণ্টার মধ্যে প্লাংকেট শিল্ডের ৪১তম হ্যাট্রিক করেন অকল্যান্ডের ম্যাকইয়ান। অকল্যান্ডের ইডেন পার্কে নর্দান ডিসট্রিক্টের বিপক্ষে ২৬ ও ২৮তম ওভার মিলিয়ে হ্যাট্রিক করেন ম্যাকইয়ান।

এক ঘণ্টার মধ্যে দু’হ্যাট্রিকই শুধুমাত্র কাকতালীয় ছিলো না। আর অনেক কাকতালীয় ব্যাপারও ঘটেছে এখানে। বিক ও ম্যাকইয়ানের বয়স ২৭ করে, দু’জনই ডান-হাতি পেসার, দু’জনই একই দলে খেলেছিলেন, দু’জনে একই স্কুলেও পড়াশুনা করেন। বাসস।

শেয়ার করুন