প্রতিমন্ত্রীর ভাইয়ের ৩ পাসপোর্ট দিনে ছিনতাই রাতেই উদ্ধার

চট্টগ্রাম : ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছোটভাই আসিফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও সন্তানের ছিনতাই হওয়া পাসপোর্ট উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (৩ মার্চ) রাত একটার দিকে নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপোল এলাকার একটি আস্তানায় অভিযান চালিয়ে পাসপোর্ট উদ্ধার করা হয়। তবে কোন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছেন, ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতারে তক্তারপোল এলাকার টিনের ছাউনির একটি আস্তানায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় আস্তানা থেকে পাসপোর্টগুলো জব্দ করা হয়।

শনিবার (৩ মার্চ) নগরীর পাথরঘাটার শতীশ বাবু লেনে আসিফুজ্জামানের কর্মচারীকে ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইল সেট ও তিনটি পাসপোর্ট ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা। এরপর লন্ডন ও সিঙ্গাপুরের ভিসাযুক্ত পাসপোর্টগুলো উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

সম্প্রতি নগরীতে ছিনতাই আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। কাজীর দেউড়ি, বাদশা মিয়া সড়ক, সার্সন রোড, আসকার দীঘির পূর্ব পাড় থেকে জামালখান, ডিসি হিলসহ বিভিন্ন স্থানে প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

শেয়ার করুন