র‌্যাব-৭ এর অভিযান
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক

গ্রেফতার অপহরণকারী মো. লোকমান হাকিম। পাশে মা-বাবার সঙ্গে উদ্ধার শিশু রহিদুল ইসলাম রব্বানী।

চট্টগ্রাম : চকোলেট এবং চিপস-এর লোভ দেখিয়ে তিন বছরের শিশু অপহরণের সাড়ে ৫ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় অপহরণকারীকে আটক করা হয়। আটক অপহরণকারীর নাম মো. লোকমান হাকিম। সে কুমিল্লার লাকসামের উত্তরকুলের (মিয়াজি বাড়ি) হায়দার আলীর ছেলে।

সোমবার (৫ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রামের খুলশী থানাধীন কাঁঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত শিশু মো. রহিদুল ইসলাম রব্বানী মা বাবার সাথে একই এলাকায় থাকতো।

প্রতিবেশী রেশমি আকতার রূপা অপহৃত শিশুর বাবাকে জানিয়েছেন, চকলেট দেওয়ার কথা বলে এক লোক শিশুটিকে কোলে তুলে নিয়ে গেছে। এক দোকানিও জানায় লোকটি চকলেট কিনে দিয়ে রূপসী পাহাড়ের দিকে নিয়ে গেছে।

বিষয়টি শিশুর বাবা র‌্যাব-৭ এর সিপিসি-৩, চান্দগাঁও ক্যাম্পকে জানান। পরে অভিযান চালিয়ে অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটায় শিশুটিকে উদ্ধার করা হয় গহিন জঙ্গলের ভেতর একটি পরিত্যক্ত ঘর থেকে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, শিশুটিকে উদ্ধারে অভিযানের সময় অপহরণকারী কুমিল্লার লাকসামের উত্তরকুলের (মিয়াজি বাড়ি) হায়দার আলীর ছেলে মো. লোকমান হাকিমকে (৪০) গ্রেফতার করেছে।

লোকমান হাকিম জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, শনিবার (৩ মার্চ) অসৎ উদ্দেশ্য নিয়ে লাকসাম থেকে চট্টগ্রাম এসে খুলশী থানাধীন কাঁঠালবাগান এলাকার মধুশাহের আস্তানার পেছনের পাহাড়ে একটি পরিত্যক্ত বাসায় আশ্রয় নেন। সোমবার সকালবেলা সুযোগ বুঝে তিনি শিশুটিকে চকলেট ও চিপস্ খাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। আগেও তিনি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

শেয়ার করুন