হাটহাজারীতে সেই দপ্তরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানবন্ধন

হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের দপ্তরী আপন চন্দ্র মালি কর্তৃক কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনির ছাত্রীর উপর পাশবিক নির্যাতন ও হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ইন্সট্রাকটার রুবেল চন্দ্র দাশ, শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী চৌধুরী, সাধারন সম্পাদক অশোক কুমার নাথ, যুগ্ম সম্পাদক সৈয়দ নুরুল আবছার, হাটহাজারী মডেল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি সিরাজ দৌল্লা মেহদী, সদস্য নাজিম উদ্দীন,জেলা ছাত্রলীগ নেতা তারিকুল কালাম তুহিন, শিক্ষক সমিতির সমাজ কল্যান সম্পাদক বিজয় কুমার দত্ত, স্কাউট সম্পাদক আবু এমরান, প্রধান শিক্ষক হাসিনা বেগম, মোঃ সেলিম, সাহবুদ্দীন চৌধুরী, আরিফুল ইসলাম চৌধুরী, শিক্ষক নেতা সুজন তালুকদার, মাহবুবুল আলম, মুজিবুর দৌল্লাসহ উপজেলঅর বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তরা মানবন্ধন থেকে আপন চন্দ্র মালির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান যাতে আইনের ফাঁক গলে কোনভাবেই বের হতে না পারে।

উল্লেখ্য রোববার কাটিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী আপন চন্দ্র মালি কাটিরহাট প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে পাশবিক নির্যাতন ও হত্যার চেষ্টা করে সেপটিক ট্যাংকে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।