দাবী আদায় পর্যন্ত আন্দোলন চলবে

দাবী আদায় পর্যন্ত আন্দোলনরত হকারদের মিছিলের একাংশ। ছবি সংগৃহীত

ঢাকা : সোমবার  (০৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবদুল হাসেম কবির রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে বলেন-‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ফুটপাত থেকে হকার ব্যবসায়ীদের উচ্ছেদ করেছেন। আমরা পুনরায় ফুটপাতে বসার অনুমতি না পাওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাব।’

তিনি বলেন, বুলডোজার দিয়ে ফুটপাতের মালামাল নষ্ট এবং লুটপাট বন্ধ করে আমাদের ফুটপাতে বসার অনুমতি দেওয়া হোক। তা না হলে আমাদের দাবি আদায় পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবো।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হকার উচ্ছেদের আগে পুর্নবাসনের ব্যবস্থা করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। সরকার দেশকে দরিদ্র ও বেকারমুক্ত করার অঙ্গীকার করেছে।  অপরদিকে হকারদের ফুটপাত থেকে উচ্ছেদ করে আরো বেকারত্বের সৃষ্টি করছে।

হকার নেতারা আরও বলেন, গত মাসের ১০ তারিখ থেকে মেয়র ফুটপাত থেকে হকার উচ্ছেদ শুরু করেন। তারপর থেকে শ্রমিকেরা বেকার জীবনযাপন করছেন। কর্মসংস্থানের ব্যবস্থা না করে বেকারত্বের ব্যবস্থা করছেন মেয়র।

বিক্ষোভকারীরা বলেন, আমাদের প্রথম দাবি ফুটপাতে বসতে দিতে হবে। তারপর মেয়রকে আমাদের সঙ্গে বসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে। পাশাপাশি হকারদের সঠিক তালিকা নিয়ে তাদের আইডি কার্ডের ব্যবস্থা করারও দাবি জানানো হয় সমাবেশে।

শেয়ার করুন