তাৎক্ষণিক প্রতিক্রিয়া
ডাঃ শাহাদাতের মুক্তি গণতন্ত্রের বিজয় : আমীর খসরু

ডা. শাহাদাত হোসেনের কারা মুক্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে সরকার চট্টগ্রামের বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু জনগণের আন্দোলনের মুখে তারা মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। ডা. শাহাদাত একজন পরিচ্ছন্ন
রাজনীতিবিদ ও চিকিৎসক। সরকার অন্যায়ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে জেলখানায় আটকে রেখেছিল।

বুধবার (১৪ মার্চ) সকালে ডা. শাহাদত হোসেন জামিনে মুক্ত হয়ে চট্টগ্রাম কারাগার থেকে বের হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আসলে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আওয়ামীলীগ যে পথে হাটছে সেটা একদলীয় পথ, স্বৈরতন্ত্রের পথ, ফ্যাসিষ্টের পথ, নিপীড়ন নির্যাতনের পথ। তারা রাষ্ট্রীয় সন্ত্রাস অথবা অন্য শক্তির উপর নির্ভর। বিএনপি জনগণের উপর নির্ভর। বিএনপি চলছে গণতন্ত্রের পথে। দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি আসবে আইনের শাসনের মাধ্যমে, বাক স্বাধীনতার মাধ্যমে। তিনি বলেন, আমাদের কর্মসূচি হচ্ছে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। এ শান্তিপূর্ণ কর্মসূচিতে শৃংখলা বজায় রাখার দায়িত্ব প্রশাসনের। সরকারী দলের বিভিন্ন জনসভায় স্কুল কলেজের ছেলেমেয়েদের ও সরকারী অফিসের কর্মকর্তা কর্মচারীদের জোর করে নিয়ে যাচ্ছে। জনগণের অধিকার হরণ করে বাঁধাগ্রস্ত করছে সরকার। কেউ বাঁধাগ্রস্ত করলে সেটা হবে অগণতান্ত্রিক ও বেআইনী। গণতন্ত্রের পথ হচ্ছে, জনগণের পথ। আমরা গণতন্ত্রের পথ বেঁচে নিয়েছি।

আমীর খসরু মাহমুদ বলেন, আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখতে চাই। আমরা ১৫ মার্চ চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা করার প্রস্তুতি নিয়েছি। আমাদের যদি অনুমতি দেওয়া হয়, তাহলে বেগম খালেদা জিয়া জেলে থাকলেও চট্টগ্রামের নেতারা প্রধানমন্ত্রীর চেয়ে কয়েকগুণ বড় জনসভা করতে পারব।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের মুক্তির মধ্য দিয়ে এ জালিম সরকারের কারাগার থেকে বিএনপির
নেতাকর্মীরা এক এক করে বের হয়ে আসবে। চট্টগ্রামের বিএনপি আগের চেয়েও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল ভয় ভীতি উপেক্ষা করে অবৈধ সরকারের
বিদায়ের ঘন্টা বাজাতে রাজপথে নেমে আসবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র এখন বন্দি। গণতন্ত্র রক্ষার মা বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের কোন নেতাকর্মী কারাগার থেকে বেরিয়ে সংবর্ধনা নিবে না। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনও বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত সংবর্ধনা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবৈধ সরকার বেগম জিয়াকে বেশীদিন কারাগারে আটকিয়ে রাখতে পারবে না।

চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বলেন, সভা সমাবেশের অধিকার মানুষের নাগরিক অধিকার, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার। এ অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। কেড়ে নিতে চাইলে তারা রীতিনীতির বিরুদ্ধে কাজ করবে। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ধীরে ধীরে কঠোর থেকে কঠোরতর করবো। সরকার বেগম জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন জিয়া, সৈয়দ আহমদ, নিয়াজ মো. খান, কেন্দ্রীয় শ্রমিক দল সভাপতি মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, মো. শাহ আলম, আর. ইউ. চৌধুরী শাহিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন দিপ্তী, গাজী মো. সিরাজউল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, নগর মহিলা দল সভানেত্রী মনোয়ারা বেগম মনি, শেখ নুরুল্লাহ বাহার, সম্পাদকবৃন্দ গাজী আইয়ুব আলী, হামিদ হোসাইন, হাজী নুরুল আকতার, ডা. এস এম সরোয়ার আলম, মো. শাহআলম, থানার সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. সেকান্দর, সহসাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন, থানার সেক্রেটারী আলহাজ্ব জাকির হোসেন, আফতাবুর রহমান শাহীন, নূর হোসেন, হাজী বাদশা মিয়া, মহিলা দল সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী, ইউসুফ সিকদার, নগর ছাত্রদল সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ভুলু, জিয়াউর রহমান জিয়া, শেখ রাশেল, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন