চট্টগ্রাম : সবরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও নগরীর লালদীঘি মাঠে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহম্মদ সড়কে বিএনপিকে জনসভার অনুমতি দিয়েছে প্রশাসন।
বুধবার (১৪ মার্চ) রাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলেও মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ শুরু করতে পারেনি। বৃহস্পতিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।
বিষয়টি নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নিশ্চিত করে বলেন, লালদীঘি মাঠে সমাবেশ করার জন্য সিএমপির কাছে অনুমতি চেয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো জবাব পাইনি। সর্বশেষ গতকাল রাত পৌনে ১১ টায় বিএনপিকে লালদীঘির পরিবর্তে দলীয় কার্যালয়ের সামনে নূর আহম্মদ সড়কে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, দুপুর দুইটায় জনসভা শুরু হবে। জনসভায় অংশগ্রহণের জন্য সব নেতা–কর্মীকে জানিয়ে দেওয়া হয়েছে।
প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আমাদের নির্ভরশীলতা জনগণের উপর। আমরা সমাবেশ আহবান করেছি, আমাদের বিশ্বাস স্বতস্ফূর্তভাবে জনগণ আসবে।