চট্টগ্রাম কর আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠান
সঠিক কর নির্ধারণে কর আইনজীবীদের ব্যাপক ভূমিকা রয়েছে

রাজস্ব আহরণ ও সঠিক কর নির্ধারণে কর আইনজীবীদের ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। কর বান্ধব পরিবেশ সৃষ্টি ও কর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সুসর্ম্পক স্থাপনে আইনজীবীদের অবদান রয়েছে। কর আইনজীবী দেশ ও রাষ্ট্রের উন্নয়ন এবং অগ্রযাত্রার ক্ষেত্রেও ভূমিকা পালন করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত ৯টায় নগরীর স্মরনিকা কমিউিনিটি সেন্টারে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (এডমিন) জিয়াউদ্দীন মাহমুদ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন কর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোস্তাফা কামাল মসনুর। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন শাহজাহান ঠাকুর, গীতা পাঠ করেন সঞ্জয় আচার্য্য, ত্রিপিটক পাঠ করেন রীতাশোক বড়ুয়া প্রমুখ।

কর আইনজীবীদের আরো বেশি সার্বিক সহযোগিতা কামনা করেন জিয়াউদ্দীন মাহমুদ বলেন, কর সংশ্লিষ্ট সকলের সাথে কর আইনজীবীদের যেভাবে হোক সুসম্পর্ক রাখতেই হবে।

এসময় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহফুজুল হক মনি ও মো. রুহুল আমিন।

অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-১ কমিশনার মাহবুব হোসাইন, চট্টগ্রাম কর কমিশনার মো. মোতাহের হোসাইন, কর কমিশনার হারুনুর রশীদ, কর আপীল জোনের কমিশনার নাজমুল করিম, কর কমিশনার আহম্মদ উল্লাহ, কাস্টম কমিশনার ড. এ. কে. এম নুরুজ্জামান, চট্টগ্রাম কর আপীল ট্রাইবুন্যল সদস্য সৈয়দ মো. আবু দাউদ, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাট্রিজ সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ কর আইনজীবী সমিতির সভাপতি মনিরুল হুদা, বাংলাদেশ কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর মজুমদার।

শেয়ার করুন