মনগড়া রিডিং এ প্রস্তুত বিল বিলি করেননি গিয়াস উদ্দিন
সিবিএ নেতার ভাইয়ের সেচ্চাচারিতায় ভোগছে গ্রাহক

চট্টগ্রাম : বিদ্যুতের অতিরিক্ত বিলের বোঝায় অতিষ্ঠ গ্রাহক এবার দুই মাস ধরে বিদ্যুৎ বিলই পাচ্ছেন না। অভিযোগ রয়েছে পিচ রেট বিল বিলিকারক গিয়াস উদ্দিনের সীমাহীন সেচ্চাচারিতায় ভোগান্তিতে পরেছেন অন্তত তিন হাজার বিদ্যুৎ গ্রাহক। ভুক্তভোগীরা বলছেন, দুই মাস ধরে পিডিবি’র কেউ মিটার রিডিং নিতে আসেন নি, বিদ্যুৎ বিলও দিচ্ছেন না। এতে দুর্ভোগে পরেছেন নগর পিডিবি’র বিক্রয় ও বিতরণ অঞ্চল বিবিরহাট আঞ্চলিক কার্যালয়ের অন্তত তিন হাজার বিদ্যুৎ গ্রাহক। অবৈধ বিদ্যুৎ গ্রাহক বিষয়টি তেমন না ভাবলেও বৈধ এবং নিঞ্ঝাট গ্রাহক বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, খোন পিডিবি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যেতে পারেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, জানুয়ারী মাসের বিল কোন কোন গ্রাহক পেলেও এবার ফেব্রুয়ারি মাসের বিল মার্চ মাসের ২৪ তারিখ পর্যন্ত হাতে পাননি ড্রিমল্যান্ড আবাসিক এলাকা, বায়েজিদ আবাসিক এলাকা, বায়েজিদ কাঁচা বাজার এলাকা, বৃহত্তর আরেফিন নগর, শেরশাহ বাংলাবাজার, এশিয়ান ওমেন ইউনির্ভসিটি গেট এবং বসতিনগর এলাকার গ্রাহক।

ভুক্তভোগীরা জনান, ২৫ মার্চ বিদ্যুৎ বিল পরিশোধের শেষ দিন। অথচ আজ (শনিবার) বিকেলে আরেফিন নগর এলাকার একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়া হয়, স্থানীয় একটি দোকান থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করার। পরে ভুক্তভোগী গ্রাহক ওই বিল নিতে ভির করে। তবে অনেকেই বিল পাননি। একই কথা জানালেন এশিয়ান ওমেন ইনির্ভাসিটি গেট এলাকার বাসিন্দা নাজিম সওদাগর, আবুল কাশেম, আবুল বশর, এস.এস. বড়–য়াসহ অনেক ভুক্তভোগী। তারা বলেন, একসাথে অনেকগুলো বিল বিভিন্ন এলাকার দোকানে দোকানে রেখে গেছেন বিদ্যুৎ বিল বিলিকারক গিয়াস উদ্দিনের লোক।

একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি বিল বিলিকারক গিয়াস উদ্দিন।

নাম প্রকাশে একাধিক কর্মকর্তা জানান, পিচ রেট অস্থায়ী মিটার পাঠক ও বিল বিলিকারক গিয়াস উদ্দিন সিবিএ নেতা জসিমের আপন ভাই। গত দুইমাস ধরে তার সেচ্চাচারিতায় অতিষ্ঠ আলোচ্য এলাকার বিদ্যুৎ গ্রাহক। ভয়ে পিডিবি’র কর্মকর্তারাও টু-শব্দ করার সাহস পাচ্ছেন না।

শেয়ার করুন