তুচ্ছ ঘটনায় অতর্কিত হামলা : মা-মেয়েসহ ৩ জন গুরুতর আহত চকরিয়ায়

মোহাম্মদ উল্লাহ : কক্সবাজারের চকরিয়ার পৌরসভার ১ ওয়ার্ডের বাজার পাড়ায় তুচ্ছ ঘটনার জের ধরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুত আহত মা- মেয়ে ও পুত্রের স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের পক্ষে চকরিয়া থানায় একটি অভযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বাজার পাড়ায় সড়কের পার্শ্বে খালী বোতল নিয়ে খেলছিল শিশুপুত্র তৌহিদুল ইসলাম (৬)। পার্শ্ববর্তী ভাঙ্গারীর দোকানের মালিকপক্ষ তাদের দোকানের দাবী করে শিশুটিকে মারধর করে খেলনার খালী বোতলটি কেড়ে নেয়। এ ঘটনায় শিশুটির পরিবার ও ভাঙ্গারী ব্যবসায়ী পরিবারে বাকবিতন্ডার এক পর্যায়ে কিরিচ দা ও লোহার রড় নিয়ে শিশুটির পরিবারের উপর হামলা চালায়। ভাঙ্গারীর দল কিরিচ দা ও লোহার রড়ের আঘাতে শিশুটির দাদা আব্দুল মজিদের স্ত্রী মনোয়ারা বেগম(৪০) তার মেয়ে জিয়াসমিন আক্তার(১৬) ও ব্যবসায়ী পুত্র রবিউল (২২) গুরুতর আহত করে স্বর্ন ও পকেটে থাকা টাকা লুট করে আহতদের রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে এলাবাসী আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করায়। আহত শিশুর দাদা আব্দুল মজিদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার সাইফুল ইসলাম(১৯),শহিদুল্লাহ (২২), জনুয়ারা বেগম জনু(৪৩), রিফা(২৫) ও রাজু সহ ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।