চট্টগ্রামে দেশ টিভির নবম বর্ষপূর্তিতে বর্ণিল আয়োজন

দেশ টিভির নবম বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি’র নবম বর্ষপূর্তি উৎসব উদযাপন হয়েছে চট্টগ্রামে।

বুধবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বেলুন উড়িয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশ টিভি’র নবম বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন।

দেশ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে মেয়র বলেন, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক আদর্শের পক্ষে নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করে নবম বর্ষে পদার্পন করেছে দেশ টিভি। দেশ টিভি মা, মাটি ও দেশের সাধারণ মানুষের কথা বলে। ইতিমধ্যে সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে দেশ টিভি বাংলাদেশের মানুষের মনে স্থান করে নিয়েছে। আশা করছি আগামীতেও চলার পথে দেশ টিভি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

দেশ টিভিকে শুভেচ্ছা জানান নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল মো. জালাল উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, গিয়াস উদ্দিন, আব্দুল কাদের সুজন, আঞ্জুমান আরা বেগম, বিকেএমইএর সাবেক পরিচালক শওকত ওসমান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল হাসনাত মো. বেলাল, সাবেক ছাত্রলীগ নেতা মো. হেলাল উদ্দিন, শিবু প্রসাদ দাশ, ব্যবসায়ী মো. শোয়েব চৌধুরী, ইরান চৌধুরী, কর আইনজীবী সমিতির সাবেক নেতা নাজমুল হক সিকদার।

শুভেচ্ছা জানাতে দেশ টিভি কার্যালয়ে আসেন দৈনিক ভোরের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান সমরেশ বৈদ্য, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, শাহনেওয়াজ রিটন, গোলাম মাওলা মুরাদ, লতিফা আনসারী রুনা, মো. ফরিদ উদ্দিন, অনিন্দ্য টিটো, মৃন্ময় বিশ্বাস, ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সম্পাদক শওকত বাঙালি, সিইউজের সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সভাপতি এসএম ফরিদুল হক, সাধারণ সম্পাদক শহীদ ফারুকী, র‌্যাংকস এফসি প্রপার্টিজের পক্ষে নাজমুল হোসেন সুমন, পরিবর্তন ফাউন্ডেশনের চেয়ারম্যান নওশাদ চৌধুরী মিটু, রিডার্স স্কুলের চেয়ারম্যান মাঈনুদ্দিন কাদের লাভলু প্রমুখ।

শেয়ার করুন